স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১০ আগষ্ট,বৃহস্পতিবার দুপুরে,চলতি বছরের নারায়ণগঞ্জ জেলা পুলিশের জুলাই মাসের, মাসিক অপরাধ পর্যালোচনা নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল,পিপিএম(বার) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে। অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের অধিকারী অফিসারদেরকে পুরস্কৃত করা হয়।
চলতি বছরের গত জুলাই মাসে বিভিন্ন মামলার রহস্য উদঘাটন করে আসামীদের গ্রেপ্তার,আলামত জব্দ সহ গুরুত্বপূর্ণ মামলা ডিটেক্ট করায়,নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশের এসআই)পলাশ কান্তি রায়কে শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার তুলে দেন,পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার)।
এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।